নওগাঁর মান্দা উপজেলা সদরের রেবা আকতার আলিম মাদ্রাসা মাঠে থানা বিএনপির দুটি গ্রুপ একই সময়ে সন্মেলন আহবান করায় ওই মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, সোমবার সকাল ১০ টায় রেবা আকতার আলিম মাদ্রাসা মাঠে মান্দা থানা বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন আহবান করেন থানা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি শাসসুল আলম প্রামানিক। তিনি ওই স্থানে সন্মেলনের অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন জানান ৪ দিন আগে।
পরের দিন একই স্থানে একই সময়ে সন্মেলন আহবান করে প্রচারনার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অনুমতি চান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরি। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৫/ এস আহমেদ