চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় মনির হোসেন (৪০) নামে এক অটোরিক্সাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির হোসেন রামগড়ের বল্টুগ্রামের মকবুল আহমেদের ছেলে। তিনি বারিয়ারহাট-রামগড় রুটে সিএনজি চালিত অটোরিক্সা চালাতেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে জোরারগঞ্জের হিঙ্গুলি ইউনিয়নে বারিয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের পাশে সিনকিরহাট বাজার এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
মনির হোসেনের মরদেহটি শনাক্ত করেন তার চাচা আবুল খায়ের। মনিরের নিকটাত্মীয় আবুল বাশার জানান, রবিবার রাত থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এর আগে জোররাগঞ্জ থানার ডিউটি অফিসার সুজন জানিয়েছিলেন, সোমবার ভোর রাতের দিকে পৌর এলাকায় একটি ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। সেটি মনিরেরই ছিল।
তিনি আরও জানান, রাতে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি মনিরের সিএনজিটি চালিয়ে যাচ্ছিল। বারিয়ারহাট অতিক্রমের সময় বিষয়টি স্থানীয় সিএনজি সমিতির সংশ্লিষ্টদের দৃষ্টিতে এলে ওই দুর্বৃত্তরা সিএনজি ফেলেই পালিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মনিরের মরদেহ থানায় নেওয়া হয়েছে। অটোরিক্সাটিও নেওয়া হয়েছে। মনিরের গলায় ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ