গোপালগঞ্জ সদর উপজেলায় জিপ গাড়ি চাপায় সজীব ফকির (২০) নামে এক বাসশ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা-খুলনা সহাসড়কের বেদগ্রাম এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন সজীব ফকির। এ সময় দ্রুতগামী একটি জীপ তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ