ফরিদপুরের সদরপুর উপজেলার স্ত্রী হত্যার দায়ে স্বামী মিঠু দেওয়ানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফরিদপুরের সদরপুর এলাকার নাজিমউদ্দিন হাওলাদার কান্দি গ্রামের মিঠু দেওয়ান যৌতুকের দাবীতে তার স্ত্রী দুলুফা বেগমকে বিভিন্ন সময় নির্যাতন করতো। গত ২০১০ সালের ১৩ মে মিঠু দেওয়ান নির্যাতন শেষে স্ত্রী দুলুফা বেগমকে হত্যা করে। এ ঘটনায় নিহতের দাদা সালাম তালুকদার সদরপুর থানায় একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আসামি মিঠু দেওয়ানের উপস্থিতিতে আজ তার ফাঁসির রায় ঘোষণা করেন।
মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার এবং অ্যাডভোকেট দুলাল চন্দ্র সরকার।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৫/ রশিদা