বাগেরহাটের মোরেলগঞ্জে এক নবদম্পতিকে মারপিট করে হাঁটুতে পেরেক ঢুকিয়ে দিয়েছে একদল সন্ত্রাসী। রবিবার সন্ধ্যায় ভাগলের হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর জখম মোখলেসুর রহমান মামুন(৩৫)কে রাতে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে খুমেক হাসপাতালে স্থানান্তর করেন।
চিংড়াখালী গ্রামের হাসেন আলী কাজীর ছেলে মামুন তার নববধূ মৌসুমী(২৫)কে নিয়ে নিশানবাড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগসূত্রে জানা গেছে, মামুন স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ৫/৬জনের একটি সন্ত্রাসী দল তাদের ওপর হামলা করে। সন্ত্রাসীরা মামুনকে পিটিয়ে পা ভেঙ্গে পেরেক ঢুকিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। একই সাথে মামুনের নববধূ মৌসুমীকে টানাহেচড়া করে শ্লীলতাহানী করে এবং স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ