জামালপুরের মেলান্দহ থানা পুলিশ জেএমবি জঙ্গি সন্দেহে সুলতান নামে এক যুবককে গ্রেফতার করেছে। রবিবার দিবাগত রাত ৩টায় উপজেলার টুপকার চর পাইলিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল ইসলাম জানান, পাইলিং এলাকায় সঙ্গীদের নিয়ে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সুলতানকে আটক করে।
আটক সুলতানের বাড়ি মেলান্দহ উপজেলার চারালদার গ্রামে। আটক সুলতানকে আজ সোমবার আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৯ অক্টোবর ২০১৫/ এস আহমেদ