চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের লোহাগাড়ায় বাসে তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ মো. মুন্না হক (৩৬) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে এ অভিযান চালায় বলে জানান লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো.সোলায়মান।
তিনি বলেন, থানার জাঙ্গালিয়া ফরেস্ট অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে সৌদিয়া পরিবহনের একটি বাস থামানো হয়। এসময় তল্লাশি চালিয়ে মুন্নার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। মুন্না কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়াবিল গ্রামের নূরুল হকের ছেলে। তবে মুন্নার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর, ২০১৫/ রশিদা