পিরোজপুরে ছেলে হত্যার দায়ে আতাহার বালী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আতাহার বালী পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিলডুমুরিয়া গ্রামের মৃত হাশেম বালীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৪ মার্চ রাতে নিজের ছেলে মাসুমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন আতাহার বালী। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন