দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় শিরিন আক্তার (১৯) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিরিন আক্তার উপজেলার আমবাড়ী খেড়পাড়া গ্রামের সেলিম আহম্মেদের স্ত্রী।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান পিপিএম জানান, পারিবারিক কলহের জের ধরে সকালে বিষপান করেন শিরিন। পরিবারের লোকজন তাকে দিমেক হাসপাতালে ভর্তি করলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন