বগুড়ায় সাইদুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান সোমবার দুপুর ৩টায় এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বগুড়া শহরের ফুলবাড়ী সরকারপাড়ার গফুর আলীর ছেলে বেলাল হোসেন বিলু। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, বেলাল হোসেন বিলুর স্ত্রী নাসিমা বেগম, তার দুই ছেলে নাদিম ও আজিম এবং প্রতিবেশী নূর ইসলামের ছেলে রায়হান মিয়া। সাজাপ্রাপ্তদের মধ্যে নাসিমা বেগম ও রায়হান মিয়া পলাতক রয়েছেন। গ্রেফতারের দিন থেকে তাদের সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৯ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন