বাগেরহাট জেলার রামপালে আব্দুল মাজেদ সরদার (৬২) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাতে উপজেলার কালিকাপ্রসাদ ডোবার গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার রাজনগর গ্রামের আব্দুল মাজেদ সরদার রাতে বাসা থেকে বেরিয়ে একাকি পাশের কালীকাপ্রসাদ গ্রামের চিংড়ি ঘেরে যাচ্ছিলেন। পথে ঘেরের নির্জন এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
তিনি আরও জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের একাধিক পোচ, মাথায় একটি ও চোখের ব্রু’র উপরে দু’টি কোপের চিহ্ন রয়েছে। পুলিশ রাত শোয়া ১০টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব