পটুয়াখালীর গলাচিপায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের গলা, পেট, হাত ও পায়ের রগ কাটা বলে জানিয়েছে গলাচিপা থানার সেকেন্ড অফিসার এসআই মো. নজরুল ইসলাম।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার মাঝের চর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মোল্লা ও পটুয়াখালী জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের ধারণা, সোমবার গভীর রাতের কোন এক সময়ে যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল সেট, একজোড়া প্লাস্টিকের স্যান্ডেল, খুরের বাটের ভাংগা টুকরা, শপিং ব্যাগের ভিতরে একটি তিব্বত স্নো-এর কৌটার কাগজের খালি বাক্স উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ রক্তের চিহ্ন পেয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৫/মাহবুব