কিশোরগঞ্জে স্কুলছাত্রী স্মৃতি আক্তারকে কুপিয়ে জখমের প্রধান আসামি তৌহিদকে গ্রেফতার পুলিশ। আজ মঙ্গলবার সকালে পাকুন্দিয়া উপজেলার কুমড়ি গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তৌহিদ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের পণ কলিমা গ্রামের হুমায়ুনের ছেলে।
পুলিশ সুপার আনোয়ার হোসেন খান দুপুরে সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে কিশোরগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুমড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, গ্রেফতারের খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল সহকারে পুলিশ সুপারের কার্যালয়ে এসে বিক্ষোভ করে। তারা তৌহিদের ফাঁসির দাবিতে স্লোগান দেয়।
উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা অছম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পণ কলিমা গ্রামের মৃত হেলাল উদ্দিনের মেয়ে স্মৃতি আক্তারকে উত্যক্ত করতো একই গ্রামের বখাটে তৌহিদ। গত রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাবার পথে কয়েকজন সঙ্গীসহ তৌহিদ তার পথরোধ করে প্রেম নিবেদন করে। স্মৃতি আক্তার এতে সাড়া না দিলে তৌহিদ তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে স্মৃতির মামা কাইয়ুম মিয়া বাদী হয়ে তৌহিদসহ ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
স্মৃতি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর, ২০১৫/ রশিদা