লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরীফ হোসেন লেদু নামের ১৩ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে রায়পুর উপজেলার সাঁইচা এলাকার আক্রাম উদ্দিন ব্যাপারির বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত শিশুটিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নাল আবেদীন বাবুল নামের একব্যক্তিকে একই দিন দুপুরে আটক করে পুলিশ। নির্যাতনের শিকার শরীফ রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জয়নাল আবেদীন বাবুলের পরিবারের সাথে একই বাড়ির রুহুল আমিনের পরিবারের বিরোধ চলে আসছে। সোমবার রাত ৩টার দিকে কে বা কাহারা বাবুলের ঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনাকে কেন্দ্র করে বাবুল ও তার লোকজন রুহুল আমিনের শিশুপুত্র শরীফ হোসেন লেদুকে তাদের ঘর থেকে ধরে এনে দফায় দফায় বেদম প্রহার করে। এতে শরীফ মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ মোঃ লোকমান হোসেন জানান, শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মুল আসামী জয়নাল আবেদীন বাবুলকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকে পুলিশী অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন