জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, শারদীয় দূর্গোৎসবে মানুষের ঢল আজ প্রমাণিত করে দেশের মানুষ সম্প্রীতির বন্ধনে অটুট থাকতে চায়। মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ। বর্তমান সরকারও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর।
আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি কোনদিনও যাতে নষ্ট না হয় সেদিকে সকলেরই খেয়াল রাখা উচিৎ। যাতে আর কোনদিন কোন অশুভ শক্তি আমাদের সম্প্রীতির উপর আঘাত করতে না পারে। সে ব্যাপারে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ ধর্ম যার যার উৎসব সবার।
মঙ্গলবার শারদীয় দূর্গোৎসবের সপ্তমীর দিনে দিনাজপুর সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি স্বপন কুমার রায়, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, কেন্দ্রীয় শ্রীশ্রী বাবা লোকনাথ মন্দির কমিটির সভাপতি স্বরূপ কুমার বকশি বাচ্চু, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার প্রমুখ।
এর আগে হুইপ সোমবার রাতে শহরের নিমতলা মোড়ে পুজা মন্ডপসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, দিনাজপুর জেলায় এবার ১১৮২টি পুজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব চলছে।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন