বাগেরহাটের শরণখোলায় পুলিশ কনেষ্টবলের বৃদ্ধ পিতা আঃ খালেক আকনকে (৭৫) হাত পা বেঁধে অমানুষিক নির্যাতন চালিয়েছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সকালে মুমুর্ষ অবস্থায় এলাকাবাসী ওই বৃদ্ধকে উদ্ধার করে দুপুরে শরণখোলা হাসপাতাল ভর্তি করে।
একালাবাসী ও নির্যাতির পরিবার জানায়, উপজেলা দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা পুলিশ কনেষ্টবল আসাদুল আকনের বৃদ্ধ পিতা আঃ খালেক আকনের সাথে তার প্রতিপক্ষ মালেক আকনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষ মালেক আকন ও তার দুই ছেলেকে নিয়ে বৃদ্ধ আঃ খালেক আকনের হাত পা বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায় তিনি অচেতন হয়ে পড়লে তার হাত পা বাঁধা অবস্থায় পুকরের পানিতে ফেলে দেয়া হয়। এসময়ে বৃদ্ধ খালেক আকনের স্ত্রী পরিতোন বিবি (৬০) বাধা দিলে তাকেও মারপিট করা হয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসায় সন্ত্রাসীরা পালিয়ে গেলে বৃদ্ধ খালেককে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করে।
বৃদ্ধ খালেক আকনের ছেলে চট্টগ্রামের বোয়ালখালী থানার পুলিশ কনেষ্টবল আসাদুল আকন মুঠোফেনে জানান, তিনি দুরে চাকুরী করেন ও পরিবারের অন্য ভাই বোনেরা বাড়িতে না থাকার সুযোগে এর আগেও একাধিকবার তার পিতা মাতাকে মারধর করেছে ওই সব সন্ত্রাসীরা। তিনি তার পিতা-মাতার উপর চালানো নির্যাতনের সুষ্ঠ বিচার দাবি করেন। তবে প্রতিপক্ষ মালেক আকনের বক্তব্য পাওয়া না গেলেও তার পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে সামান্য হাতাহাতি বলে দাবিকরা হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি তার জানা নেই বলে দাবি করে বলেন, নির্যাতিত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন