আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর পালরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, পালরদী গ্রামের একটি সড়ক নির্মাণকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সঙ্গে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লুৎফর রহমান দ্বীপের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে লুৎফর ও তার সহযোগিরা বিএনপি নেতার ওপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২০ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন