লক্ষ্মীপুরের রায়পুরে প্রয়োজনীয় লোকবল ও বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় মেহেরুন্নেছা হাসপাতাল প্রাঃ লিঃ ও ফিজিও থেরাপী সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই সাথে কোন বৈধ সার্টিফিকেট না থাকায় রায়পুর মা ও শিশু ডায়াগনষ্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার এর প্যাথলজি টেকনিশিয়ান মাজহারুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। আর মূল্য তালিকা না থাকায় রায়পুর মা ও শিশু ডায়াগনষ্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারকে ৩০ হাজার ও মেহেরুন্নেছা হাসপাতাল প্রাঃ লিঃ কে ৪০ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে রায়পুর পৌর শহরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও পুলিশ প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে এ রায় দেন।
এ দিকে একই দিন সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের পশ্চিম বঞ্চানগর এলাকা থেকে ভেজাল ঔষধ বিক্রির দায়ে পেন্সি আক্তার ও শাহজাহান নামের দু’জনকে আটক করেছে মাদক দ্রব্য অধিদপ্তর ও র্যাব। এসময় তাদের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকার ভেজাল ঔষধ উদ্ধার করা হয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহজাহানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল ও পেন্সিকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস জেল আদেশ প্রদান করেন বলে জানান র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক এ এসপি আলেপ উদ্দিন।