দিনাজপুর জেলার হাকিমপুরে এসিড ছুঁড়ে এক গৃহবধূর মুখমণ্ডল ঝলসে দেওয়ার পরের দিন তার দেবরকেও একইভাবে মুখমণ্ডলসহ শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই যুবকের বাম হাতের ৫ থেকে ৬ শতাংশ পুড়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত জাকারিয়া হোসেন মাধবপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক।
হাসপাতালে চিকিৎসাধীন জাকারিয়া জানান, মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ির টিউবওয়েলে হাত-মুখ ধুতে যান তিনি। এ সময় অতর্কিতে বেড়ার পাশ থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, জাকারিয়ার প্রাথমিক চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব