আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে নড়াইলের লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় তিনটি বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। আহতদের নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোর ৬টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হাছেন শেখ, জাহাঙ্গীর শেখ, বিপ্লব, রহিম, কামরুল, তৈয়েব, বাবুল, লুলু এই ৮ জনের নাম জানা গেছে। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় জাহাঙ্গীর ও হাছেনকে নড়াইল সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা অভিযোগ করে বলেন, হান্দলা গ্রামের জাকির মেম্বর ও টুকু শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে টুকু শেখের ছেলে মহি শেখ (১৯) মাঠে ঘাস কাটার সময় জাকির মেম্বরের পক্ষের আজগর, কাছেদ ও নূর ইসলামসহ কয়েকজন মারধর করে। এ ঘটনার জের ধরে বুধবার ভোরে দু’পক্ষ ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেলসহ ছোট হান্দলা গ্রামের আইবো শেখের বাড়ির সামনে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে ২০ জন আহত হন। এ সময় তিনটি বাড়ি ঘরে ভাঙচুর চালানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব