বাগেরহাটের মোরেলগঞ্জে পূজা মণ্ডপে আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রবীন দে(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় তার মৃত্যু হয়।
নিহত রবীন দে চিংড়াখালী গ্রামের মৃত নির্মল দে’র ছেলে। তার স্ত্রী ও ৫ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রবীন দে মিতালী সংঘ সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ কমিটির সদস্য। রাতে সে ওই মণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুতায়িত হয়। আহত অবস্থায় রবিনকে পার্শ্ববর্তী পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব