ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় আমির হোসেন (৫০) নামের এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চিওড়া সংলগ্ন সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত. সৈয়দ আলীর ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরহাদ জানান, আমির হোসেন সুজাত এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগামী একটি শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানা পুলিশ শ্যামলী পরিবহনের বাসটিকে আটক করেছে। গাড়ির চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব