বাগেরহাটের মোরেলগঞ্জে নবদম্পতিকে গমারপিট করে বরের হাটুতে পেরেক ঢুকানো ও নববধূর শ্লীলতাহানির ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১১টায় মামুন কাজীর বড়ভাই ইলিয়াস কাজী বাদী হয়ে মামলাটি করেন।
মামলার আসামীরা হচ্ছেন, বড়জামুয়া গ্রামের খলিল খানের ছেলে খসরু খান(৩৩), সুলতান হাওলাদারের ছেলে শিমুল(২৮) ও আতাহার গাজীর ছেলে হারুন গাজী(৪৫)। অজ্ঞাতনামা রয়েছে আরও ৫/৬জন। এরা সকলেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী।
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় নবদম্পতি মামুন (৩৫) ও মৌসুমী বেগম (২৫) এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মামুনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে হাটুতে পেরেক ঢুকিয়ে দেয়। এরপর স্ত্রী মৌসুমীকে মারধর করে শ্লীলতাহানি করে এবং শরীর থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেয়। মামুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে থানার ওসি মো. রাসেদুল আলম বলেন, আসামীদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব