বঙ্গোপসাগরে জলদস্যুদের ছোঁড়া গুলিতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১৮ জেলে আহত হয়েছেন। এ সময় দস্যুরা মাছসহ একটি ট্রলারের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়।
বুধবার ভোরে শহরের কলাতলি পয়েন্ট থেকে অন্তত ১৫ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ২ জনের নাম জানা গেছে। তারা হলেন- কামাল মাঝি ও মোহাম্মদ। তবে তাৎক্ষণিকভাবে আহত সবার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, এফভি নাসের নামে ফিশিংবোট লুটের শিকার হয়।
আহত জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, জলদস্যুরা অতর্কিত গুলিবর্ষণ করে ট্রলারে ব্যাপক লুটপাট চালায়। এ সময় ডাকাতের ছোঁড়া গুলিতে দুইজন গুরুতর আহত হয়। অন্যান্য জেলেরাও কমবেশি আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কূলে নিয়ে আসা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর, ২০১৫/মাহবুব