দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আশরাফ আলী (৪৫) নামে এক সাবেক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে নিহতের পুত্র শিশির (১৬)।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়ার বকুল তলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী দিনাজপুর শহরের উপশহর ৭নং ব্লকের মৃত শফিউদ্দীনের ছেলে।
সদর উপজেলার শশরা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, নিহত আশরাফ আলী ও তার ছেলে শিশিরকে নিয়ে ফুলবাড়ী সরকারী কলেজে যায়। ফুলবাড়ী কলেজে ছেলের ভর্তি বিষয়ের কার্যক্রম শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ওই মহাসড়কে আসার পথে দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়ার বকুল তলায় একটি দ্রুতগামী বাস তাদেরকে ধাক্কা দেয়। এতে পিতা ও ছেলে মোটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে যায়। এ সময় পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পিতা আশরাফ আলী মারা যায়। আহত ছেলে শিশিরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি এ কে এম খালেকুজ্জামান সড়ক দুর্ঘটানায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর, ২০১৫/ রশিদা