নীলফামারীতে মুসাহাক আলী (৪৪) নামে এক কৃষককে হত্যা করে তার বাম চোখ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জেলার সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে বুধবার সকাল ১১টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বানিয়াপাড়া গ্রামের জাফরান আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতের খাবার খেয়ে তিনি দারোয়ানী বাজারে যান। এরপর তিনি আর রাতে বাড়ি ফিরে আসেননি। রাতে খোঁজ করে না পেয়ে সকালে স্থানীয়দের মাধ্যমে জানা যায় বাড়ির পাশের ধানক্ষেতে তার লাশ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় তারা।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন