সিরাজগঞ্জের শাহজাদপুরে এক মাদক বিক্রেতা ও তিন মাদকসেবনকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন এক ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ভ্রাম্যমান আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পারকোলা গ্রামের গাঁজা ব্যবসায়ী আব্দুল হাই (৫০), একই গ্রামের মাদকসেবনকারী রবি শেখ (৪০), শফিকুল ইসলাম (৩৫) ও যুগ্মীদহ গ্রামের শাহীন ফকির (৪০)।
র্যাব-১২ স্পেশাল কোম্পানী সিরাজগঞ্জ ক্যাম্পের ডিএডি জয়েন উদ্দিন জানান, উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের নেতৃত্বে পারকোলা ও যুগ্মীদহ গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারী ৪ জনকে আটক করা হয় এবং ভ্রাম্যমান আদালত ব্যবসায়ী আব্দুল হাইকে ২ বছরের এবং বাকী তিনজকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ