লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তের নো-ম্যান্স এলাকায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ে কিশোরীর কঙ্কাল (১৬) নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার সকালে এ ঘটনায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যকার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশী কোন কিশোরী নিখোঁজ হয়েছে কিনা তা সম্পর্কে বিজিবির কাছে জানতে চায় বিএসএফ।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার সকালে সীমান্তবর্তী পূর্ব সাড়ডুবী গ্রামের কাছে সীমান্তের নো-ম্যান্স ৮৯১ নং আর্ন্তজাতিক সীমানার মেইন পিলারের কাছে ধান ক্ষেত দেখতে গিয়ে একটি কিশোরীর কংঙ্কাল দেখতে পান কৃষকরা। অজ্ঞাত কিশোরীর কংঙ্কাল টি ভারতীয় জমিতে পড়ে থাকতে দেখে বাংলাদেশী সীমান্তবাসীরা সেখান থেকে ফিরে আসেন। পরে রাতে ওই কিশোরীর কংঙ্কাল বিএসএফ নিয়ে যায় বলে সীমান্তে বসবাসকারী লোকজন জানান।
বুধবার সকালে সরেজমিনে গেলে পূর্ব সারডুবী গ্রামের রুবেল মিয়া (৪০), সাফিউল (৩২), অপিছার(৩৫)বলেন, দূর থেকে লাশটি দেখতে প্রায় কঙ্কালসাড় মনে হলেও পাশে হতভাগ্য ওই কিশোরী জামা-কাপড় পড়ে ছিল। প্রায় ১ মাস আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতীয় সীমান্ত পেরিয়ে নো-ম্যান্স এলাকায় কিশোরীর কঙ্কাল পড়ে থাকায় সেটি বাংলাদেশী কিশোরীরই হতে পারে বলে ধারনা করছেন সীমান্তবাসীরা।
বড়খাতা ইউনিয়ন চেয়ারম্যান আবু হেনা মোস্তাফা জামান সোহেল বলেন, ওই লাশটি ভারতীয় জমিতে পেয়ে বিএসএফ তা নিয়ে গেছে বলে শুনেছি।
দোলাপাড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুরুল ইসলাম বলেন, অজ্ঞাত ওই নারী কঙ্কাল উদ্ধারের পর ভারতীয় ফুলবাড়ি বিএসএফ ক্যাম্প নিয়ে গেছেন। তিনি আরও বলেন পতাকা বৈঠকে বাংলাদেশী কেউ নিখোঁজ হয়েছে কিনা জানতে চেয়েছিল। এনিয়ে বিজিবির পক্ষ থেকে স্থানীয় চেয়ারম্যানসহ এলাকাবাসীদের কাছে খবর নিয়ে দেখা গেছে যে, গত ২/৩ মাসে অত্র এলাকার কোন নারী নিখোঁজ হয়নি।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন