পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে রবিউল নামের ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামের নানা বাড়ির পাশের খালে ডুবে তার মৃত্যু হয়। বাড়ির সবাই অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ওই খালে তল্লাশী চালিয়ে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। মৃত্যু রবিউল উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের রাকিবুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি তার মায়ের সাথে দুই মাস আগে নানা বাড়ি বেড়াতে যায়। ঘটনাটির দিন দুপুরে শিশু রবিউল অন্যান্য শিশুদের সাথে খালে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন