বগুড়ার শাজাহানপুর ও শিবগঞ্জে পৃথক ঘটনায় দুই যুবক খুন হয়েছে। এর মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে শাজাহানপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবু হানিফ (২০) নামে যুবক খুন হয়।
নিহত আবু হানিফ শাজাহানপুর থানার গন্ডগ্রাম দক্ষিণ পাড়ার মোতালেব হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রনি (২৫) এবং তার বাবা মিয়াজ উদ্দিনকে (৪৮) আটক করেছে পুলিশ।
এদিকে শিবগঞ্জের আউজ গ্রাম মৌজার ধানক্ষেত থেকে শ্বাসরোধে হত্যা করা মিজানুর রহমান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণ পাড়ার নিহত আবু হানিফের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার চাচাতো ভাই রনির বিরোধ চলছিল। দুই মাস আগে রনি আবু হানিফকে ছুরিকাঘাত করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করা হয়। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ফুলদিঘি পেপসি কোম্পানির সামনে রনি আবু হানিফকে একা পেয়ে পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে বুধবার বেলা ১১ টায় শিবগঞ্জ উপজেলার আউজ গ্রাম মৌজার ধানক্ষেত থেকে শ্বাসরোধে হত্যা করা মিজানুর রহমান (২৪) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিজানুর রহমান উপজেলার কিচক ইউনিয়নের মহিষহট্ট গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি আহসান হাবীব জানান, মিজানুর মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার সকালে আউজ গ্রাম মৌজার ধানক্ষেতে তার পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেয় এলাকাবাসী। তিনি জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন