বরিশাল সিটি করপোরেশনের বর্ধিত ভূমি উন্নয়ন কর প্রত্যাহারের দাবীতে সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি মন্ত্রীর দফতরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 'বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটি'র উদ্যোগে আজ বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলু, সদস্য সচিব মো. ফারুক সিকদার, হাফেজ মাওলানা নেছারউদ্দিন, আরিফুর রহমান মিরাজ, হারুন বিশ্বাস, কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ইউনাইটেড কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ ও গণসংহতি আন্দোলনের হারুন-অর রশিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ