বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন বলেছেন, 'জাতির শত্রু জামায়াত আর জামায়াতের বন্ধু বিএনপি। তাই ওই দুটি দলের সঙ্গে কখনো আপোষ করা হবে না। এদেশে এখন আর সাম্প্রদায়ীক বিশৃংখলা নেই। হিন্দু মুসলিম ভাই ভাই।’ ডা. মোজাম্মেল হোসেন আজ বুধবার মোরেলগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে খণ্ড খণ্ড পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
তিনি আরো বলেন, ‘জামায়াত, শিবির, রাজাকার, আলবদর ও বিএনপির চক্র দেশের উন্নয়নে একমাত্র বাধা। দেশবিরোধী এই চক্রটির বিরুদ্ধে সকলকে সোচ্চার হবারও আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, আওয়ামী লীগ সহসভাপতি ইব্রাহীম হোসেন হাওলাদার, অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন তালুকদার, চেয়ারম্যান মাহমুদ আলী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের নিকট নগদ টাকার অনুদান তুলে দেন এমপি মোজাম্মেল হোসেন।
বিডি-প্রতিদিন/২১ অক্টোবর ২০১৫/শরীফ