চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় বাদল প্রামাণিক (৪৫) নামে এক নরসুন্দর নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নাচোল-নওগাঁ সড়কের সোনাইচন্ডি হাফেজিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাদল প্রামাণিক হচ্ছেন নাচোল ভেরেন্ডি সাহারপুকুর গ্রামের ললিত প্রামাণিকের ছেলে।
বাদল প্রমাণিক নিজ বাড়ি থেকে সোনাইচন্ডিতে দোকানে যাওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলের প্রাণ হারান।
নাচোল থানার ওসি (তদন্ত) ফাসির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৫/ রশিদা