চাঁপাইনবাবগঞ্জে মাছ ও পেয়াঁজ ভর্তি একটি ট্রাক থেকে ৩১৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতরা হলেন জেলার গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে ট্রাক চালক আব্দুল হামিদ (২৭) ও একই উপজেলার খয়রাবাদ গ্রামের বিসারত আলীর ছেলে ট্রাক হেলপার আসাদুজ্জামান (২৬)। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি ট্রাক আটকের পর এটি তল্লাশি করে ফেনসিডিলগুলো পাওয়া যায়। ডিবি’র পরিদর্শক হামিদুর রশিদ আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি গোমস্তাপুর উপজেলার রহনপুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। এ ব্যাপারে সদর মডেল থানায় আজ বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ