সিরাজগঞ্জে পৌর শহরের নির্মাণাধীন ভবনের ৫ম তলা থেকে পড়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌর শহরের দত্তবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বেড়াবাড়ী গ্রামের সাদেক আলীর ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক রফিক ইসলাম জানান, সিরাজগঞ্জ সরকারি কলেজের পিছনে দত্তবাড়ি মহল্লায় রাকিব উদ্দিনের মালিকাধীন মৌ ছাত্রাবাসের নির্মাণাধীন সাততলা বিশিষ্ট ভবনে কাজ করছিল শহিদুল। দুপুরের দিকে মই বেয়ে উপরে উঠতে গেলে ৫ম তলায় পৌঁছার পর পা পিচলে পরে গিয়ে গুর’তর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পর শহিদুল মারা যায়। লাশ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/শরীফ