সিরাজগঞ্জের তাড়াশে মদ খেয়ে একটি পূজামন্ডপে গিয়ে মাতলামী করায় তিন যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভক্তরা। পরে পুলিশ তিনজনকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান খাঁন প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- তাড়াশ সদরের উজ্জল কুমার (২৫), গোপাল কুমার (২৫) ও রাহাত (২৮)।
তাড়াশ থানার উপ-পরিদর্শক এবি সিদ্দিক জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে তিন যুবক মদ খেয়ে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভাটারা পূজামন্ডপে মাতলামী করছিল। এ সময় ভক্তরা নিষেধ করলে যুবকরা আরো বেশি মাতলামী শুরু করে। পরে ভক্তরা তাদের আটকে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে তিনজনকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে তিনজনকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হলে বিচারক প্রত্যেককে ৬ মাসের কারাদন্ড দেন। বিকেলেই তিনজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/ এস আহমেদ