আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আজকে যে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, তাদের প্রভুরা বসে নেই। নানা রকম ষড়যন্ত্র চলছে। শেখ হাসিনাসহ সবার প্রাণনাশের চেষ্টা চলছে। আবার দেশকে ষরযন্ত্র করে পিছনে নেয়ার চেষ্ট হচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের সামনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধনের পর আয়েজিত মুক্তিযোদ্ধা সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ বায়েজিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ইতিহাসের চাকা ২১ বছর পিছনে ফিরিয়ে এদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র নব্য পাকিস্তান বানানের ব্যার্থ চেষ্টা করা হয়েছে। আজকে আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়েছি। মুক্তিযোদ্ধাদের পথভ্রষ্ট না হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, যার একটি ডাকে স্বাধিকার আন্দোলনে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল এদেশের শান্তিকামী মানুষ সেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার জন্য মরণ পর্যন্ত যুক্ত থাকবেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুবিধা দিয়েছেন শেখ হাসিনা সরকার। মুক্তিযুদ্ধের একজন সৈনিক, এর চেয়ে বড় সম্মান আর কি আছে? ৫ হাজার থোক বাড়িয়ে ১০ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা করেছে আওয়ামী লীগ সরকার।
এ সময় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এম মোতালেব আলাউদ্দীন। এরপর শিল্পমন্ত্রী পুরাতন স্টেডিয়াম মাঠে আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এতে জেলা পুলিশ সুপার সুভাষ সাহা স্বাগত বক্তব্য রাখেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রবিন্দ্রশ্রী বড়ুয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি আ. মান্নান রসুল পিপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মেয়র আফজাল হোসেন, শহর আওয়ামী লীগ সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব