নাটোরের নলডাঙ্গা উপজেলার হাঁপনিয়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে মো. শামিম আহমেদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সে হাঁপনিয়া গ্রামে তার মামা জুয়েল আহমেদের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়।
শামিমকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। মৃত শামিম নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামের আয়নাল উদ্দিনের ছেলে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/ এস আহমেদ