নাটোরে বাল্যবিয়ে করে তিন দিনের মাথায় কারাগারে ঠাঁই হয়েছে এক যুবকের। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে ভ্রাম্যমান আদালত মো. আরিফুল ইসলাম (২৩) নামে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
নাটোরে স্কুল পড়–য়া ১৩ বছর বয়সী এক ছাত্রীকে বাল্য বিয়ে করায় ভ্রাম্যমান আদালত যুবক বরকে আটক করে এক মাসের জন্য কারাগারে পাঠিয়েছে।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার শরীফপুর গ্রামের ইউনুস আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৩) নাটোর সদর উপজেলার শংকরভাগ এলাকার মো. সালাহ উদ্দিনের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে শাপলা খাতুনকে (১৩) গত সোমবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করে। বাল্য বিয়ের খবর জানতে পেরে বৃহস্পতিবার বর আরিফুল ইসলামকে পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নায়িরুজ্জামান বর আরিফুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে নাটোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/ এস আহমেদ