ফেনীতে ২৪ হাজার ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর নাসির মেমোরিয়াল কলেজে এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন মো. আবদুল ওয়াদুদ ও বিক্রম চন্দ্র দাস।
র্যাব-৭ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর নাসির মেমোরিয়াল কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এসময় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী লাল রঙ্গের একটি প্রাইভেটকারকে সিগনাল দিলে প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব ধাওয়া করে ওই প্রাইভেটকারটিকে আটক করে তল্লাশি চালিয়ে ২৪ হাজার ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা ব্যবসায়ী কুমিল্লার সদর দক্ষিণ গোয়ালগাঁও এলাকার আবদুল লতিফের ছেলে মো. আবদুল হক ও একই এলাকার দাগন চন্দ্র দাশের ছেলে বিক্রম চন্দ্র দাসকে আটক করে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/ এস আহমেদ