হবিগঞ্জের চুনারুঘাটে ২৮ কেজি গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শানখলা নামক স্থান থেকে গাজাঁসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার নয়ানী বনগাঁও গ্রামের মকছুদ আলীর পুত্র নূর আলম (২৫), আ. মানিকের পুত্র এমদাদুল হক (২০) এবং আ. রউফের পুত্র হারুন মিয়া (২৩)। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, চুনারুঘাট থানার এএসআই আলমাস এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এসময় উপজেলার শানখলা ইউনিয়ন অফিসের রাস্তার পাশে একটি চলন্ত সিএনজিচালিত অটোরিক্সা পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ যুবক গাঁজাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজন ধাওয়া করলে তাদের আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব