নেত্রকোনায় বসত ঘরে জানালা দিয়ে টর্চের আলো ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত আব্দুস সাদেক আকন্দ ওরফে আবু মিয়া (৫০) চিকিৎসাধীন অবস্থায় ২৬ দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি।
মৃতের বড় ভাই আব্দুস সাত্তার আকন্দ সাংবাদিকদের বলেন, সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের ষাইটকাহন গ্রামের আবুল কালামের পুত্র শাহীন গত ২৬ সেপ্টেম্বর রাতে একই গ্রামের বুলবুলের বসত ঘরের জানালা দিয়ে মেয়েদের উপর টর্চের আলো ফেলে। বিষয়টি জানতে পেরে বুলবুলের ভাই আব্দুস সাদেক আকন্দ ওরফে আবু মিয়ার ভাতিজা রিয়াদ প্রতিবাদ করে। এ নিয়ে রিয়াদ ও শাহীনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শাহীন তার লোকজনকে সংগঠিত করে রিয়াদের উপর হামলা করলে ফেরাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আবু মিয়া গুরুতর আহত হন। তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে ২৬ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার বিকালে তিনি মারা যান।
নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/ এস আহমেদ