পাবনার ভাঙ্গুড়ায় এক রাইস মিলে বয়লার বিস্ফোরণে গণেশ চৌধুরী (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের রূপসী বাঁধ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত গণেষ রূপসী গ্রামের লক্ষণ চৌধুরীর পুত্র। আহতরা হলেন- উপজেলার ভাঙ্গাজোল গ্রামের রমিছা খাতুন (৪৫) ও আব্দুল লতিফ (৬০)। তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব বলেন, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ওই রাইস মিলে কাজ করার সময় বিকট শব্দে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব ও এসআই তরিকুল ইসলাম সরেজমিন তদন্ত শেষে বিষয়টি সাধারন ডায়রীভুক্ত করেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব