নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ ৩ যাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত ভোররাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মনির (৩০), সোহাগ (২৮) ও আলম (৪০)।
বাকলিয়া থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় শাহ আমানত সেতুর চেকপোষ্টে কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মনিরের কাছে ৪০০ পিস, সোহাগের কাছে ১৫০ পিস ও আলমের কাছে ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়। বাকলিয়া থানার ওসি মহসিন জানান, আটক এই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/ এস আহমেদ