নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৌসুমী আক্তার সুমি (২০) নামে এক যুবতীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আমলাব এলাকায় ঘটে এ ঘটনা। অপহৃত সুমি ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে।
ব্যবসায়ী সেলিম মিয়া জানান, উপজেলার খাদুন এলাকার ফায়েজুল ইসলামের ছেলে আরিফ মিয়া দীর্ঘ দিন ধরে তার ভাগ্নি মৌসুমী আক্তার সুমিকে প্রেম নিবেদনসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এসব ঘটনায় অভিযুক্ত আরিফ মিয়ার পরিবারকে অবহিত করা হয়েছিলো। গত দু’দিন ধরে সুমির বাবা-মা ভোলায় বেড়াতে যান। এ সুযোগে সকাল ১০টার দিকে আরিফসহ তার লোকজন মৌসুমী আক্তার সুমিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক একটি সিএনজিতে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, অপহরণের একটি অভিযোগ পেয়েছি কিন্তু অপহরণের বিষয়টি সঠিক নয়। সুমির সঙ্গে আরিফ মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। তারা প্রেমের টানেই পালিয়েছে। তারপরও দু’জনকেই খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৫/মাহবুব