সিলেটের বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী সুজিনা হত্যা মামলার প্রধান আসামি জুনাব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার বিকেলে ওই মামলার অপর আসামি কারাগারে আটক গয়াছের সিলেটস্থ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হত্যাকাণ্ডের পর থেকে পলাতক জুনাব আলীকে খুঁজছিল পুলিশ। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।
প্রসঙ্গত, গত ১৯ জুলাই রবিবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আবদুর রউফের মেয়ে ও জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মুরাদ আহমদের দ্বিতীয় স্ত্রী সুজিনাকে (১৯) তার পিত্রালয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্বামী যুক্তরাজ্য চলে যাবার পর পিত্রালয়েই অবস্থান করছিলেন তিনি। এ ঘটনায় সুজিনার মামা আবদুন নুর বাদী হয়ে মুরাদের প্রথম স্ত্রী সাবিনা ও তার পরিবারের তিন সদস্যের নাম উল্লেখসহ আরো চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর ২০১৫/ এস আহমেদ