ঢাকা-যশোর মহাসড়কের হুদার মোড়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস উল্টে অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আহত যাত্রীদের কয়েকজন জানান, সাতক্ষীরা থেকে ঢাকামুখী কিংস পরিবহনের বাসটি রাত ১১টায় যশোর শহরের গাড়িখানা কাউন্টার থেকে যাত্রী নিয়ে ছেড়ে যায়। খাজুরার কাছাকাছি হুদার মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি হওয়ায় দরজা-জানালা সব বন্ধ ছিল। ফলে আহত যাত্রীরা বাসের মধ্যেই আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে কোতয়ালী থানা ও ফায়ার ব্রিগেডের কয়েকটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে গাড়িটির দরজা ভেঙে আহত যাত্রীদের উদ্ধার করে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, '২০-২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।'
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/ এস আহমেদ