খুলনা থেকে মোরেলগঞ্জগামী বিএরটিসি পরিবহনের একটি বাস থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পরিবহনটি ষাটগম্বুজ এলাকায় পৌঁছালে বাগেরহাট থানা পুলিশ পার্সেলের মধ্যে রাখা এই ইয়াবাগুলো উদ্ধার করে।
সোহেল নামে এক ব্যক্তি খুলনা থেকে মোরেলগঞ্জের সানকিভাঙ্গা গ্রামের ইউসুব শেখের ছেলে বাচ্চু শেখ (৩৫) এর উদ্দেশে এগুলো পাঠিয়েছিল বলে পুলিশ জানায়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরিবহনের হেলপার সোহাগকে (৩০)ও একই সময় আটক করে পুলিশ। এদিন সন্ধ্যায় বিআরটিসি পরিবহনটি মোরেলগঞ্জে পৌঁছালে ইয়াবার ওই পার্সেলটি ছাড়িয়ে নিতে গিয়ে আটক হন বাচ্চু শেখ।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, 'পার্সেল ছাড়িয়ে নিতে এসে আটক বাচ্চু শেখকে রাত সাড়ে ৯টায় বাগেরহাট থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। '
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/শরীফ