বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের চরপারা গ্রামে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার মা বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেছেন। ধষর্ককে গ্রেফতার করেছে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার জানান, গত ২০ অক্টোবর বুধবার দুপুরে ভিকটিম তার বাড়ির পার্শবর্তী নতুন বাজার বালুর মাঠে মামা বাসারকে ডাকতে গেলে সেখানে ভ্যান চালক ইব্রাহীম তাকে ফুসলিয়ে বাজারের একটি দোকানের পাসে নিয়ে যায়। সেখানে সে মেয়েটির ওপর নির্যাতন চালায়।
পরবর্তীতে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য ওই পরিবারের ওপর বিভিন্নভাবে চাপ দেয়। একপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হক ইউনিয়ন চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় মেয়েটিকে শুক্রবার সকালে থানায় নিয়ে আসে।
থানায় নির্যাতিতার মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন এবং ধর্ষক ইব্রাহীমকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরো জানান, ভিকটিমকে মেডিকেল চেকআপের জন্য বরগুনা জেনারেল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৫/ এস আহমেদ