বাগেরহাটের মোরেলগঞ্জে মো. বাসার হাওলাদার(২৮) নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পশ্চিম সরালীয়া গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। শুক্রবার বিকেলে নিজবাড়ির বাগানে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাসারকে দেখতে পায় তার স্বজনেরা।
পুলিশ রাত ৯টায় বাসারের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা এসআই ফারুক বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য পোষ্টমর্টেম করাতে আজ শনিবার সকাল ৯টায় বাসারের মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, বাসার দীর্ঘদিন মালয়েশিয়া ছিল। সেখান থেকে একমাস আগে অসুস্থতা নিয়ে বাড়ি ফেরে। এ অবস্থায় স্ত্রীর সঙ্গে বিভিন্ন ব্যাপারে কয়েকবার কথাকাটাকাটি হয়।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর ২০১৫/ এস আহমেদ